ভোটের উত্তাপ নেই ব্রাহ্মণবাড়িয়ার ছয় উপজেলায়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
| আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১৪:০০ | প্রকাশিত : ৩১ মার্চ ২০১৯, ১৩:৫৭

চতুর্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার নয়টি উপজেলার মধ্যে ছয়টি উপজেলায় নেই তেমন ভোটার উপস্থিতি। রবিবার সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকাল চারটা পর্যন্ত। তবে এ পর্যন্ত ভোটারদের উপস্থিতি তেমন দেখা যায়নি।

শান্তিপূর্নভাবে ভোটগ্রহণের লক্ষে এসব উপজেলার কেন্দ্রগুলোতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। উপজেলাগুলো হল ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল, আখাউড়া, নাসিরনগর, নবীনগর ও আশুগঞ্জ।

কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় কসবা উপজেলার সবকটি পদে ও আখাউড়া উপজেলায় চেয়ারম্যান পদের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ছয় উপজেলায় মোট ভোটার সংখ্যা ১৩ লাখ ৪২ হাজার ৫১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছয় লাখ ৮২ হাজার ৮১৪ জন এবং নারী ভোটার ছয় লাখ ৫৯ হাজার ৭০৮ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৫০৫টি।

জেলার পাঁচটি উপজেলায় চেয়ারম্যান পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যানপদে ২৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২২ জন রয়েছেন।

ঢাকাটাইমস/৩১মার্চ/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :