বগুড়ায় কোটি টাকার সরকারি ওষুধ জব্দ

বগুড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ মার্চ ২০১৯, ১৪:৪৪

বগুড়ায় একটি গুদাম থেকে প্রায় কোটি টাকা মূল্যের সরকারি ওষুধ ও অস্ত্রোপচারের সরঞ্জামাদি জব্দ করেছে পুলিশ। আটক করা হয়েছে মিজানুর রহমান রবিন নামে এক ওষুধ ব্যবসায়ীকে।

শনিবার রাতে বগুড়া শহরের মফিজ পাগলার মোড়ের একটি সাততলা ভবন থেকে এসব ওষুধ জব্দ করা হয়। তিন তলা থেকে সাত তলা পর্যন্ত এসব ওষুধ মজুদ রাখা হয়। পরে গুদামগুলো সিলগালা করা হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম বদিউজ্জামান জানান,‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার রাতে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে সংবাদের সত্যতা পাওয়ার পর গুদামগুলো সিলগালা করা হয়। রবিবার ওষুধ ও অপারেশনের সরঞ্জামাদি জব্দ করা হয় এবং মিজানুরকে আটক করা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, প্রায় কোটি টাকার ওষুধ এবং সরঞ্জামাদি ছিল সেখানে। এই সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হবে।’

তিনি আরও জানান, ‘আটক রবিন প্রাথমিকভাবে স্বীকার করেছে, বগুড়ার দুটি সরকারি হাসপাতালের কিছু কর্মকর্তা কর্মচারীর মাধ্যমে কম দামে সে নিয়মিত ওষুধ কিনে থাকে। পরে বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সরবরাহ করে।’

বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন সামির হোসেন মিশু জানান, ‘সরকারি ওষুধ বাইরে বিক্রয়ের সঙ্গে যারাই জড়িত থাক না কেন, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’

ঢাকাটাইমস/৩১মার্চ/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :