যশোর উপজেলা পরিষদ নির্বাচন

দায়িত্ব পালনে গিয়ে বিজিবি কর্মকর্তার মৃত্যু

যশোর প্রতিবেদক
 | প্রকাশিত : ৩১ মার্চ ২০১৯, ১৫:১১

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের দায়িত্ব পালন করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে বাঘারপাড়ায় রফিকুল ইসলাম নামে এক বিজিবি কর্মকর্তার মৃত্যু হয়েছে। শনিবার রাত ১০টার দিকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

নিহত বিজিবি কর্মকর্তা নায়েব সুবেদার রফিকুল ইসলাম যশোর ৪৯ ব্যাটালিয়ান বিজিবিতে কর্মরত ছিলেন।

সহকর্মীরা জানান, শুক্রবার বিকালে রফিকুল ইসলাম বাঘারপাড়ায় আসেন এবং উপজেলা পরিষদ মিলনায়তনে অবস্থান করেন। শনিবার রাত ১০টার দিকে তার বুকে ব্যথা অনুভব হলে তাকে বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার সুব্রত কুমার দে রাত ১০টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

বাঘারপাড়া নির্বাহী অফিসার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তবে রফিকুল ইসলামের গ্রামের বাড়ির ঠিকানা জানা সম্ভব হয়নি।

ঢাকাটাইমস/৩১মার্চ/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :