ময়মনসিংহে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা, ধানক্ষেত থেকে উদ্ধার

প্রকাশ | ৩১ মার্চ ২০১৯, ১৭:৪৩

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ২৯ নম্বর পুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করা হয়। পরে পুলিশ ধানক্ষেত থেকে ওই ব্যালট বাক্সটি উদ্ধার করে। রবিবার বিকাল তিনটার দিকে এই ঘটনা ঘটে।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হানিফ উদ্দিন জানান, ‘দুপুর আড়াইটার দিকে স্থানীয় ৪-৫ জন যুবক কক্ষে প্রবেশ করে একটি ব্যালট বক্স ছিনিয়ে দৌড় দেয়। এসময় পুলিশ বাক্স উদ্ধারের জন্য তাদের পিছু ছুটে। পরে ধানক্ষেতে বাক্স পেলে রেখে তারা পালিয়ে যায়। পুলিশ সেখান থেকে সেই বাক্স উদ্ধার করে। এ ঘটনায় সেখানে কিছুক্ষণের জন্য ভোটগ্রহণ স্থগিত করা হয়।’

এই কেন্দ্রে মোট ভোট ৩৭৫টি। এর মধ্যে বিকাল ৩টা পর্যন্ত ১৬শ ভোট কাস্ট হয়।

(ঢাকাটাইমস/৩১মার্চ/এলএ)