রাজউকের কেউ আসামি নয় কেন?

প্রকাশ | ৩১ মার্চ ২০১৯, ২০:০৭

সওগাত আলী সাগর

রূপায়ন গ্রুপের মালিকানাধীন পত্রিকা দেশ রূপান্তর জানাচ্ছে ফারুক-রূপায়ন টাওয়ারের ২৩ তলারই অনুমোদন রয়েছে। তাহলে কী দাঁড়াচ্ছে? উপরের দিকের কয়েক তলার অবৈধতার যে গল্প হাজির করা হয়েছিল- সেটি মিথ্যা গল্প। যেসব মিডিয়া উপরের কয়েক তলার অবৈধতার গল্প হাজির করে বিএনপি নেতাকে কাহিনিতে টেনে এনেছে তারা কি তাহলে অসৎ সাংবাদিকতা করেছে?

রাজউকের যে চেয়ারম্যান ঘটনার পরপরই মিডিয়াকে বলেছিলেন, ভবনটির ১৮ তলা পর্যন্ত অনুমোদন আছে, সেই চেয়ারম্যানই এখন দেশ রূপান্তরকে জানাচ্ছেন- ‘মূল নথিটি পাওয়া যাচ্ছে না। আমরা একটি ছায়া নথি পেয়েছি। সেখানে ২৩ তলার অনুমোদনের একটি চিঠি আছে। সেই সঙ্গে একটি অনুমোদিত নকশাও পাওয়া গেছে।’

রাজউকের চেয়ারম্যান কি খোঁজ-খবর না নিয়েই মিথ্যা তথ্য দিয়েছিলেন? না কি এখন মিথ্যা কথা বলছেন ?

ফারুক-তাসভির গ্রেপ্তার হয়েছেন। রূপায়নের লিয়াকত গ্রেপ্তার হবে কখন? না কি তিনি এতক্ষণে কানাডা চলে এসেছেন? এর আগে অবশ্য তিনি টরন্টোতে বেশ কিছু ‘বিলিয়ে’ গেছেন।

যে অভিযোগে ফারুক তাসভির লিয়াকতের বিরুদ্ধে মামলা হয়েছে- সেই অভিযোগে রাজউকের কেউ আসামি নয় কেন? অন্যান্য দপ্তরকে বিচারের আওতায় আনা হবে না কেন?

লেখক: টরন্টো প্রবাসী সাংবাদিক