সুনামগঞ্জে শিলাবৃষ্টিতে বোরো ফসলের ক্ষতির শঙ্কা

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ মার্চ ২০১৯, ২০:২৩

সুনামগঞ্জ জেলার তাহিরপুর, জামালগঞ্জ, জগন্নাথপুর, বিশ্বম্ভরপুরসহ বিভিন্ন উপজেলায় শিলাবৃষ্টিতে বোরো ফসলের ক্ষতি হবার আশঙ্কা করছেন কৃষকরা।

রবিবার দুপুর থেকে বিকাল পযন্ত প্রচণ্ড শিলাবৃষ্টিতে হাওরপাড়ের জীবন-জীবিকার একমাত্র অবলম্বন বোরো ফসল নিয়ে উৎকণ্ঠা বিরাজ করছে কৃষকদের মাঝে।

জেলার তাহিরপুরের শনি, মাটিয়ান, জগন্নাথপুরের নলুয়া, মইহায়ার হাওর, জামালগঞ্জের পাকনার, বিশ্বম্ভরপুরে খরচার হাওরসহ কয়েকটি হাওরে শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি হবার আশঙ্কা করছেন কৃষকরা। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষনিক জানা যায়নি।

হাওরপাড়ের কৃষক মহিদুল, কালাম, শফিক জানান, ‘হাওরপাড়ের মানুষ বছরের ছয় মাস বোরো জমির চাষাবাদ করে সারাবছরের ধান গোলায় তুলে ধান পরিবারের সদস্যদের খাদ্য সংকট মোকাবেলা করে। পাশপাশি ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ ও জোগান দিতে হয় বোরো জমির ফসল থেকেই। আর বছরের বাকি ছয় মাস বর্ষার অলস সময় পাড় করে সবাই। এই বোরো ফসলে কিছু হলে পথ বসতে হবে।’

(ঢাকাটাইমস/৩১মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :