লালমোহনের এক কেন্দ্রে ছয় ঘণ্টায় এক ভোট

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ মার্চ ২০১৯, ২০:২৫

ভোলার লালমোহনে অনুষ্ঠিত হলো চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। রবিবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। শান্তিপূর্ণভাবে উপজেলায় ভোটগ্রহণ চললেও ভোটার উপস্থিতি ছিল না বললেই চলে।

উপজেলার বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায় এমন চিত্র। দুপুর ২টায় উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার মাধ্যমিক বিদ্যালয়ের মহিলা কেন্দ্রে দেখা গেছে, ওই কেন্দ্রের ৭ নং কক্ষে ভোট পড়েছে মাত্র একটি। এ কক্ষে মোট ভোটার ৩২৭ জন। এসময় ওই কক্ষের সামনে দায়িত্বে থাকা এক আনসার সদস্যকে ঘুমাতেও দেখা যায়। যদিও সাংবাদিকদের উপস্থিতি দেখে আনসারের অন্য আরেক সদস্য তাকে জাগিয়ে তুলেন।

উপজেলায় তিনজন চেয়ারম্যান, তিনজন ভাইস-চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

দুপুর ২টা পর্যন্ত ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ের মহিলা কেন্দ্রে ২৫২১ ভোটের মধ্যে কাস্ট হয় ১৮০ ভোট। একই ইউনিয়নের ৩০নং হাসিমিয়া মাজিদিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ২৯০২ ভোটের মধ্যে ১১০ ভোট কাস্ট হয়। ৩১নং নয়াভাঙ্গনী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৮৪৮ ভোটের মধ্যে কাস্ট হয় ১৬৮ ভোট।

(ঢাকাটাইমস/৩১মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :