ফুলবাড়ী উপজেলায় বিদ্রোহী প্রার্থীর জয়

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ মার্চ ২০১৯, ২২:৪৮

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী গোলাম রব্বানী সরকার (মোটর সাইকেল)। তিনি ১৬৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রাপ্ত ভোট ৩৩ হাজার ৩১০।

অপরদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান শেখ (নৌকা) পেয়েছেন ৩৩ হাজার ১৪৩ ভোট।

জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব এ তথ্য নিশ্চিত করেছেন।

মর্যাদার লড়াইয়ে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার দলীয় মনোনয়ন না পাওয়ায় বিদ্রোহী প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোটযুদ্ধে অংশ নেন।

অপরদিকে ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ তৃণমূলের সমর্থন পেয়ে প্রথমবারের মতো দলীয় নৌকা প্রতীক নিয়ে ভোটযুদ্ধে অবতীর্ণ হলেও জনতার রায়ে সামান্য ভোটের ব্যবধানে তাকে পরাজয় মেনে নিতে হয়।

এই ফলাফলে খুশি গোলাম রব্বানী সরকার। বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে ফুলবাড়ীর উন্নয়নে তিনি কাজ করে যাবেন।’

(ঢাকাটাইমস/৩১মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :