আকর্ষণীয় ফিচারের নতুন ফোন

প্রকাশ | ০১ এপ্রিল ২০১৯, ১৫:৫৩

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

সম্প্রতি পাকিস্তানে একটি ইভেন্টে হুয়াওয়ের নতুন স্মার্টফোন ওয়াই সিক্স প্রাইম অবমুক্ত করা হয়েছে। মিড রেঞ্জের এই ফোনে আকর্ষণীয় সব ফিচার রয়েছে। 

ফোনটিতে আছে  ৬.০৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস ভিউ ডিউ ড্রপ ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৭৯ শতাংশেরও বেশি।

২ জিবি র‌্যামের এই ফোনে ৩২ জিবি বিল্টইন মেমোরি ব্যবহৃত হয়েছে। মেমোরি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে। 

অ্যানড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম চালিত ফোনটিতে মিডিয়াটেক হেলিও এ২২  মডেলের চিপসেট সংযোজন করা হয়েছে। 

ছবি তোলার জন্য থাকছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরার সাহায্যে ফোনের ‘ফেস আনলক ফিচার’ কাজ করবে।

এই ফোনে থাকছে ৩,০২০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের  নন রিমুভেবল ব্যাটারি। সঙ্গে থাকছে ফাস্ট চার্জিং-এর সুবিধা। কানেক্টিভিটির জন্য থাকছে ফোরজি এলইটিই, ওয়াইফাই, ব্লুটুথ এবং ইউএসবি টাইপ সি পোর্ট।

ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাকিস্তানে ফোরটির দাম ২১ হাজার ৪৯৯ রুপি।

(ঢাকাটাইমস/১এপ্রিল/এজেড)