মির্জাগঞ্জে আবু বকরের কাছে ধরাশয়ী নৌকার প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ১৭:৩৬ | প্রকাশিত : ০১ এপ্রিল ২০১৯, ১৭:৩০
ছবিতে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান

আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী খান মো. আবু বকর সিদ্দিকীর কাছে পরাজিত হয়েছেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদের নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক গাজী আতাহার উদ্দিন আহম্মেদ।

রবিবার অনুষ্ঠিত ভোটে বিজয়ী হয়ে টানা দ্বিতীয়বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন আবু বকর।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হলেও শেষ পর‌্যন্ত মনোনয়ন পাননি পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য আবু বকর সিদ্দিকী। পরে কাচ-পিরিচ মার্কায় নির্বাচন করেন তিনি।

আবু বকর পেয়েছেন মোট ২৫ হাজার ৯৪৭ ভোট। আর নৌকার প্রার্থী গাজী আতাহার উদ্দিন আহম্মেদ পেয়েছেন ১১ হাজার ২৭৮ ভোট।

চেয়ারম্যান পদে এই দুজন ছাড়া আরো প্রতিদ্বন্দ্বিতা করেন স্বতন্ত্র প্রার্থী পটুয়াখালী জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোবারক আলী মুন্সি আনারস ও ন্যাশনাল পিপলস পার্টির মো. আব্দুর রাজ্জাক আম প্রতীক নিয়ে।

মোবারক আলী মুন্সি পেয়েছেন ৪৪৫ভোট। আর আব্দুর রাজ্জাক পেয়েছেন ১০৪ভোট।

অন্যদিকে ১৪ হাজার ৬৮৬ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম জুয়েল।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম সোহাগ উড়োহাজাজ মার্কা নিয়ে পেয়েছেন ৮হাজার ৫২২ভোট।

হাঁস প্রতীক নিয়ে ১৫হাজার ৫০ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাসিনা বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কলস মার্কা নিয়ে আয়শা সিদ্দীকা পেয়েছেন ১৪হাজার ৪০২ভোট।

ভাইস চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম টিয়া প্রতীক নিয়ে পেয়েছেন ৪হাজার ৯৫৭ ভোট, মো. আমির হোসেন সিকদার টিউবয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৪হাজার ২৩৩ ভোট, মো. মাহবুবুর রহমান চশমা প্রতীক নিয়ে ২হাজার ৩৫৪ ভোট ও মো. রফিকুল ইসলাম তালা প্রতীক নিয়ে পেয়েছেন ২হাজার ৭০৬ ভোট।

ঢাকাটাইমস/০১এপ্রিল/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :