গোপালগঞ্জে রারুণী স্নানোৎসব শুরু কাল

নিজস্ব প্রতিবেদক,গোপালগঞ্জ
 | প্রকাশিত : ০১ এপ্রিল ২০১৯, ২২:৫৫

আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে লাখ লাখ ভক্তের সমাগমে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২০৮তম জন্মতিথিতে স্নানোৎসব ও বারুয়ানী মেলা। এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় স্নানোৎসব ও মেলা। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্নানোৎসব এবং মেলা উদযাপন কমিটির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল সোয়া ৯টায় হরিচাঁদ ঠাকুরের উত্তরসুরী ও স্নানোৎসব কমিটির সভাপতি হিমাংশুপতি ঠাকুর স্নানোৎসবের উদ্ভোধন করবেন। সঙ্গে থাকবেন সচিপতি ঠাকুর, অমিতাভ ঠাকুর, সুব্রত ঠাকুর ও সুপতি ঠাকুর শিবুসহ পরিবারের অন্য সদস্যরা।

স্নান চলবে বুধবার বেলা ১১টা ৩৫ মিনিট পর্যন্ত।

এই উৎসবকে সঠিকভাবে সম্পন্ন করতে ঠাকুর বাড়ি এলাকায় উচ্চ পর্যবেক্ষণ চৌকি ও সিসি ক্যামেরা বসানো হয়েছে।

হরিচাঁদ ঠাকুরের উত্তরসুরী ও কাশিয়ানী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সুব্রত ঠাকুর জানান, ‘পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল এবং শ্রীলংকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে মতুয়া ভক্তরা এ স্নানোৎসবে যোগ দেবেন।’

কাশিয়ানী থানার ওসি আজিজুর রহমান বলেন, ‘অনুষ্ঠানটিকে নিরবিচ্ছিন্ন করতে দুইশত পুলিশ সদস্যের একটি শিফটিং তালিকা তৈরি হয়েছে। এছাড়া কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবকও থাকবে। ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’

জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, ‘স্নানোৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। যেহেতু এখানে বড় ধরনের জমায়েত হয়, সেই কারণে ঠাকুরবাড়ির প্রবেশপথে ও গুরুত্বপূর্ণ স্থানে সিসি টিভি ক্যামেরা বসানো হয়েছে। পর্যাপ্ত পানি ও স্যানিটেশনের ব্যবস্থা করা হয়েছে। নির্মাণ করা হয়েছে পর্যবেক্ষণ চৌকিও (ওয়াচ টাওয়ার)।’

(ঢাকাটাইমস/১এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :