স্মার্ট কুকার আনল শাওমি

প্রকাশ | ০২ এপ্রিল ২০১৯, ১০:৫৬

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

রাঁধুনীদের জন্য নতুন দুইটি কুকার আনল শাওমি। এর মধ্যে একটি ইনডাকশন কুকার। অন্যটি স্মার্ট কুকার। এগুলো শাওমি সাব-ব্র্যান্ড মিজিয়ার তৈরি। কুকার দুইটি চীনের বাজারে পাওয়া যাচ্ছে। 

শাওমির গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট মনু কুমার জৈন সম্প্রতি টুইটারে এই দুইটি প্রোডাক্টের টিজার প্রকাশ করেছেন। এই টিজারে  মিজিয়া ব্র্যান্ডের দুইটি কুকার দেখা গিয়েছে। একটি শাওমি মিজিয়া ইনডাকশন কুকার। অন্যটি মিজিয়া স্মার্ট রাইস কুকার। 

টিজারে জানানো হয়েছে স্বাস্থ্যকর বার্গার, পাস্তা ও পিৎজা বাজানো যাবে এই কুকারে। মনে করা হচ্ছে ক্যালোরি মেপে এই কুকারে রান্না করা যাবে।

চীনে শাওমির রাইস কুকারের দাম ৫৯৯ ইয়েন।  কুকার প্লেটের দাম শুরু হচ্ছে ১৯৯ ইয়েন দিয়ে। রাইস কুকারে রয়েছে একটি ওলিড ডিসপ্লে। স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করে এই কুকারের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যাবে।

(ঢাকাটাইমস/২এপ্রিল/এজেড)