সুনামগঞ্জে শিশু হত্যায় একজনের ফাঁসি

ব্যুরো প্রধান, সিলেট
 | প্রকাশিত : ০২ এপ্রিল ২০১৯, ১৬:২৯

সুনামগঞ্জের ছাতকে শিশু জুবেল হত্যা মামলায় একজনের ফাঁসির রায় দিয়েছে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

মঙ্গলবার দুপুরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের হাকিম রেজাউল করিম এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেলিম আহমদ ছাতকের পীরপুর গ্রামের মস্তব আলীর ছেলে। তিনি মোবাইল কেনাবেচার ব্যবসা করতেন। বর্তমানে সেলিম পলাতক রয়েছেন।

মামলার নথির বরাত দিয়ে আদালতের পিপি কিশোর কুমার কর জানান, ‘২০১১ সালের ২৮ নভেম্বর সুনামগঞ্জের ছাতক উপজেলার পীরপুর গ্রামের মুক্তিযোদ্ধা রমজান আলীর ছেলে ১১ বছরের ছেলে জুবেল আহমদের লাশ গ্রামের পুকুরে ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া যায়।

মোবাইল কেনাবেচা নিয়ে নিহত জুবেল ও তার পরিবারের লোকজনের সঙ্গে বিরোধের জেরে জুবেলকে শ্বাসরোধ করে হত্যা করে সেলিম।

এ ঘটনায় ২৯ নভেম্বর সেলিম আহমদসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন নিহতের ভাই রুহেল আহমেদ।

২০১৫ সালের ২৮ মে মামলাটি সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর হয়।

১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার এ রায় দেয় আদালত।

মামলার অপর দুই আসামি আবুল কালাম এবং এখলাছুর রহমান খালাস দেন বিচারক।’

(ঢাকাটাইমস/২এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :