কব্জিতে কলম ধরে পরীক্ষা দিচ্ছেন তানিয়া

প্রকাশ | ০২ এপ্রিল ২০১৯, ১৬:৩৪

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস

চলমান এইচএসসি পরীক্ষায় কুড়িগ্রামে কব্জিতে কলম ধরে পরীক্ষা দিচ্ছেন তানিয়া। অদম্য ইচ্ছার অধিকারী তানিয়া খাতুন নিজের পায়ে দাঁড়িয়ে দেশ ও জাতির সেবা করার স্বপ্ন বুকে লালন করে এগিয়ে যাচ্ছেন। তিনি প্রতিবন্ধী হয়েও নিজেকে স্বাভাবিক মানুষের মতো ভেবে স্বপ্নসিঁড়ির পথ বেয়ে চলছেন।

দুই হাতের আঙুলবিহীন জন্ম হওয়া তানিয়া এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। তিনি তার দুই হাতের কব্জিতে কলম আঁকড়ে ধরে কুড়িগ্রামের ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ থেকে পরীক্ষা দিচ্ছেন।

এই অদম্য তানিয়ার খাতুনের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরের নাগদাহ গ্রামে। তিনি ওই গ্রামের বীমা কর্মী তোফাজ্জল হোসেনের মেয়ে। দুই ভাইবোনের মধ্যে তানিয়া বড়।

তানিয়ার বাবা তোফাজ্জল হোসেন বলেন, ‘তানিয়ার জন্ম থেকেই দুই হাতের আঙ্গুল নেই। প্রয়োজনের সব কাজ দুই হাতের কব্জির উপর নির্ভর করে চলতে হয়। গোসল, ল্যাট্রিন, পোশাক পড়া, খাওয়াসহ সব কাজেই কষ্ট করে হলেও সে দুই হাতের কব্জি দিয়ে করে। শুধুমাত্র চুল আঁচড়ানোর সময় আমি ও আমার স্ত্রী তাকে সাহায্য করি।

তানিয়া ছোট্ট থেকেই লেখাপড়া করার আগ্রহ প্রকাশ করায় কষ্ট করে হলেও আমরা তার লেখাপড়ার খরচ চালিয়ে যাচ্ছি।’

তানিয়া জানান, ‘আমার দুই হাতের আঙ্গুল না থাকলেও কষ্ট করে লেখাপড়া করে যাচ্ছি। আমি ভবিষ্যতে একজন সরকারি চাকরিজীবী হয়ে দেশ ও জাতির সেবা করতে চাই। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

(ঢাকাটাইমস/২এপ্রিল/এলএ)