ফরিদপুরে অটিজম সচেতনতা দিবস পালিত

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ এপ্রিল ২০১৯, ১৬:৫৪

এবারের বিশ্ব অটিজিম সচেতনতা দিবস পালিত হয়েছে ফরিদপুরে। মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ উপলক্ষে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

এরপর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এএসএম আলী আহসানের সভাপতিত্বে অটিজম সচেতনতা বিষয়ের উপর বক্তব্য দেন- জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, সিভিল সার্জন ডা. আবু জাহের, সমাজসেবা কর্মকর্তা নূরুল হুদা, সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ আব্দুল্লাহ হিয-সায়াদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, ‘এক সময় অটিজম ছিল অবহেলিত জনস্বাস্থ্য ইস্যু। এ সম্পর্কে সমাজে নেতিবাচক ধারণা ছিল, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ও স্কুল সাইকোলজিস্ট সায়মা ওয়াজেদ পুতুলের নিরলস চেষ্টায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অটিজম বিষয়ে সচেতনতা সৃষ্টি হয়েছে এখন।’

তিনি বলেন, ‘জেনেটিক, নন-জেনেটিক ও পরিবেশগত প্রভাব সমন্বিতভাবে অটিজমের জন্য দায়ী বলে গবেষকরা উল্লেখ করেছেন। শিশুর বিকাশে প্রাথমিক পর্যায়ে এটি সৃষ্টি হয়। এই জন্য আমাদের সকলকেই অটিজম বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।’

(ঢাকাটাইমস/২এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :