বগুড়া বিএনপির প্রতিনিধি সভায় ব্যাপক হট্টগোল

বগুড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১৭:১৪ | প্রকাশিত : ০২ এপ্রিল ২০১৯, ১৭:১২

বগুড়ায় বিএনপির প্রতিনিধি সভায় যুবদলের ব্যাপক হট্টগোলের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১০টায় সভাস্থলে নেতাকর্মীদের প্রবেশ করা নিয়ে এই হট্টগোলের সূত্রপাত হয়। ফলে নির্ধারিত সময়ের অনেক দেরিতে সভা শুরু হয়।

জানা গেছে, বিএনপির প্রতিনিধি সভায় যুবদলের নেতাকর্মীরা প্রবেশ করতে গেলে বিএনপির কর্মীরা বাধা দেন। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এরপর যুবদলের নেতাকর্মীরা দরজা ঘিরে রেখে দীর্ঘক্ষণ শ্লোগান দিতে থাকেন। এর ফলে নির্ধারিত সময়ের প্রায় ঘণ্টাখানেক পর অনুষ্ঠান শুরু হয়। ফলে প্রতিনিধি সভার প্রথমার্ধে প্রধান বক্তা এবং প্রধান অতিথি ছাড়া আর কেউ বক্তব্য রাখেননি।

প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, ‘বগুড়ায় বিএনপিতে ফাটল ধরেছে। একারণে বিএনপির ঘাঁটি বগুড়া আস্তে আস্তে আওয়ামী লীগ জায়গা করে নিচ্ছে। গোপালগঞ্জে আওয়ামী লীগের যে অবস্থা বগুড়ায় বিএনপির সেই অবস্থায় ফিরিয়ে আনতে হবে।’

বুলু বলেন, ‘দেশে ১৯৭৫ সালে প্রথম বিনা ভোটে নির্বাচনের প্রথা চালু করা হয়। সেই ধারাবাহিকতায় এখনো চলছে বিনা ভোটের নির্বাচন।’ তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারর সুশাসনের কারণে বেগম জিয়া জনপ্রিয় নেত্রীতে পরিণত হয়েছেন। আর একারণেই তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে রাখা হয়েছে। বেগম জিয়া সুচিকিৎসা পাচ্ছেন না। তার সুচিকিৎসা জরুরি হয়ে পড়েছে।’

বরকতুল্লাহ বুলু বলেন, ‘এদেশে মুক্তবাজার অর্থনীতি, গার্মেন্টস শিল্প, বেসরকারি খাতে শিল্প কারখানা প্রতিষ্ঠার প্রথম অনুমোদন দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার হাত ধরেই এদেশের উন্নয়ন শুরু হয়েছিল।’

প্রতিনিধি সভায় প্রধান বক্তা বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘আগামী তিন মাসের মধ্যে বগুড়া জেলা বিএনপির কাউন্সিল করা হবে। এজন্য আজকের এই প্রতিনিধি সভার আয়োজন।’ তিনি বলেন, ‘সভায় উপস্থিত প্রতিনিধিদের মতামত শোনা হবে। তবে গত ১২ ধরে যারা রাজপথে আন্দোলন করেছেন, পুলিশের নির্যাতন সহ্য করেছেন, কারাভোগ করেছেন সেই নেতারাই জেলা কমিটিতে স্থান পাবেন।’

বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে শহরের নবাববাড়ি সড়কে টিএমএসএস মহিলা মার্কেটের হলরুমে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য এএইচ এন ওবাইদুর রহমান চন্দন।

(ঢাকাটাইমস/০২এপ্রিল/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :