ময়মনসিংহে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় জরিমানা

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
 | প্রকাশিত : ০২ এপ্রিল ২০১৯, ১৭:১৩

ময়মনসিংহে মেয়াদোত্তীর্ণ ওষুধের প্যাকেটের উপর নতুন স্টিকার লাগিয়ে প্রকৃত মেয়াদের তারিখ ঢেকে দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার অভিযোগের সত্যতা পায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের সংশ্লিষ্টরা।

ময়মনসিংহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের বিষয়টি জানিয়ে বলেন, ‘মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয়কর্তৃক পরিচালিত নিয়মিত বাজার অভিযানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফিজিসিয়ান স্যাম্পল বিক্র‍য়ের অপরাধে দুটি ফার্মেসিকে ষাট হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে দুটি হোটেলকে দশ হাজার টাকাসহ মোট চারটি প্রতিষ্ঠানকে সত্তর হাজার টাকা জরিমানা করা হয়।’

(ঢাকাটাইমস/২এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :