কারাভোগের পর ভারতীয় নাগরিককে ফেরত

হিলি (দিনাজপুর) প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১৯:২৩ | প্রকাশিত : ০২ এপ্রিল ২০১৯, ১৭:৪৮

বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ১৭ মাস কারাভোগ শেষে হাসেন আলী নামে এক ভারতীয় নাগরিককে ওই দেশের পুলিশের কাছে হস্তান্তর করেছে হিলি ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার বেলা ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখা দিয়ে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে তাকে হস্তান্তর করা হয়।

হাসেন আলী ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার পুষমন্ডি থানার চন্ডিপুর গ্রামের শরীফ উদ্দিনের ছেলে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি ফিরোজ কবির জানান, ‘১৭ মাস আগে কোন ধরনের বৈধ কাগজপত্র ছাড়া ওই যুবক দিনাজপুরের সাটিমাড়ী বিরল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এসময় পুলিশ তাকে আটক করে। পরে তাকে আদালতে হাজির করা হয়। আদালত তার ১৭ মাসের সাজা দেয়। সাজার মেয়াদ শেষ হওয়ায় দিনাজপুর জেলা কারাগার কর্তৃপক্ষ তাকে আমার নিকট হস্তান্তর করলে আমরা তাকে ভারতের পুলিশের নিকট হস্তান্তর করেছি।’

(ঢাকাটাইমস/২এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :