পাকুন্দিয়ায় শিক্ষার্থীকে উত্ত্যক্তের দায়ে যুবকের জেল

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ এপ্রিল ২০১৯, ১৮:১৩

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক স্কুল শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার দায়ে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোকলেছুর রহমান এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত যুবকের নাম নাকিব ইসলাম দিদার (১৯)। তিনি কুমিল্লা জেলার মেঘনা উপজেলার শেখেরগাঁও গ্রামের আতাউর রহমানের ছেলে।

জানা যায়, পাকুন্দিয়া উপজেলার চরকাওনা গ্রামের সপ্তম শ্রেণিতে পড়–য়া এক শিক্ষার্থী পৌরসদরের টিএনটি রোড এলাকায় খালার বাসায় থেকে পড়াশোনা করে। ওই শিক্ষার্থীর খালা নাকিব ইসলাম দিদারের সম্পর্কে মামী হন। এ সুবাদে নাকিব ইসলাম দিদার পাকুন্দিয়ায় মামীর বাসায় আসেন। ঘটনার দিন মঙ্গলবার দুপুরের দিকে নাকিব ইসলাম দিদার জোরপূর্বক ওই স্কুল শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা করেন। টানাহেচড়ার এক পর্যায়ে ওই শিক্ষার্থীর ডাকচিৎকারে স্থানীয় লোকজন ওই যুবককে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুুবককে আটক করে থানায় নিয়ে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। সেখানে অভিযুক্ত নাকিব ইসলাম দিদার দোষী সাব্যস্ত হওয়ায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদ- দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মোহাম্মদ মোকলেছুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ মোকলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্কুল শিক্ষার্থীকে উত্ত্যক্তের দায়ে ওই যুবককে দ-বিধি ৫০৯ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে।

ঢাকাটাইমস/০২এপ্রিল/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :