৭ কোটি টাকা আত্মসাৎ, ঢাকা ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

প্রকাশ | ০২ এপ্রিল ২০১৯, ১৮:২০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ফেনীতে ৭ কোটি ৮ লাখ টাকা আত্মসাতের ঘটনায় ঢাকা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার গোলাম সৈয়দ রাসেবকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক।

মঙ্গলবার রাজধানীর কাকরাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাসেব ঢাকা ব্যাংকের ফেনী শাখায় কর্মরত ছিলেন।

রাসেবের বিরুদ্ধে অভিযোগ, তিনি ফেনী শাখায় কর্মরত অবস্থায় ২০১৮ সালের জুন থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ৩৮জন গ্রাহকের হিসাব থেকে বিভিন্ন অংকের অর্থ বিভিন্ন ব্যক্তির হিসাবে প্রতারণার মাধ্যমে স্থানান্তর করেন। এরপর তিনি সেগুলো উঠিয়ে আত্মসাৎ করেন।

এ বিষয়ে ঢাকা ব্যাংকের ফেনী শাখার ব্যবস্থাপক মো. আক্তার হোসেন বাদী হয়ে গত ১৯ মার্চ ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতেই অভিযান চালিয়ে রাসেবকে গ্রেপ্তার করে দুদক।

ঢাকাটাইমস/০২এপ্রিল/ডিএম