মাদ্রাসাছাত্রের চোখ বাঁচাতে মায়ের আকুতি

সৈয়দ মাহফুজ রহমান, পিরোজপুর
| আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ২১:৫৯ | প্রকাশিত : ০২ এপ্রিল ২০১৯, ২১:৫৩

আট বছর বয়সী বাদশা ফাহাদের চোখ বাঁচাতে আকুতি জানিয়েছেন তার মা মাহমুদা বেগম। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ছোট শৌলা গ্রামের হতদারিদ্র পরিবারের আবুল কালাম ও মাহমুদা বেগমের ছেলে সে। মাত্র চার মাস বয়সে ফুল ব্যবসায়ী পিতা আবুল কালাম সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর থেকে শুধু মায়ের যত্নেই বেড়ে উঠছে হতদরিদ্র পরিবারের এই অনাথ শিশুটি।

ফাহাদ যাত্রাবাড়ী মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী হাফিজিয়া মাদ্রাসায় অধ্যায়নরত।

শিশুটির পরিবার বলছে, ‘প্রায় দেড় বছর আগে বাসায় খেলার কোন এক সময় মাথায় আঘাত পেয়ে চোখে সমস্যা দেখা দেয় ফাহাদের। এর চিকিৎসায় দেশের বিভিন্ন চক্ষু হাসপাতালে চিকিৎসা নিলেও কোন ফল হয়নি। বরং ধীরে ধীরে দৃষ্টি ক্ষীণ হয়ে আসে। পরে ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউটের চিকিৎসকরা তাকে ভারতে যাওয়ার পরামর্শ দেন।

তাদের পরামর্শ অনুযায়ী গত বছরের ডিসেম্বর মাসে ভারতের কলিকাতা অদ্বিতীয়া বিড়লা শঙ্করা নেত্রালয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর ডান চোখে আলোর আশা দেখতে পেয়েছেন চিকিৎসকরা। তারা জানান- ডান চোখে আলো আসার সম্ভাবনা থাকলেও চেন্নাইয়ে চিকিৎসার জন্য যেতে হবে।

আগামী ১৬ এপ্রিল ডাক্তার দেখাতে জন্য চেন্নাই যাওয়ার তারিখ রয়েছে। ডাক্তারদের এমন আশ্বাসে, আলো আসার সম্ভাবনার চিকিৎসায় প্রয়োজন প্রায় ১০ লক্ষাধিক টাকা।’

ফাহাদের দরিদ্র পরিবারের স্বজনরা চিকিৎসার অর্থ যোগাতে হাট-বাজারসহ স্কুল-কলেজ-মাদ্রাসা ও মসজিদে ঘুরে বেড়াচ্ছেন।

মঠবাড়িয়া উপজেলার ছোট শৌলা গ্রামের নিবাসী ও বাদশা ফাহাদের নানা আব্দুল মালেক মল্লিক বলেন, ‘ওর চার মাস বয়সে বাবা ফুল ব্যবসায়ী আবুল কালাম সড়ক দুর্ঘটনায় মারা যায়। স্বামীর মৃত্যুর পর অসহায় মা মাহমুদা সন্তানসহ চট্টগ্রামের চান্দগাঁও গিয়ে বাসায় বাসায় ঝিয়ের কাজ করে দিনযাপন করে আসছিল। প্রায় দেড় বছর আগে বাসায় খেলতে গিয়ে মাথায় আঘাত লাগলে চোখে সমস্যা দেখা দেয়। সেই থেকে সামর্থ অনুযায়ী চিকিৎসা করে আসছে। চিকিৎসায় এ পর্যন্ত প্রায় দুই লক্ষাধিক টাকা ব্যয় করে সহায় সম্বল হারিয়ে ধারদেনায় জর্জড়িত ফাহাদের পরিবার।’

সন্তানের চোখের জ্যোতি ফেরাতে বিধবা মাহমুদা বেগম সমাজের হৃদয়বান-বিত্তবানদের প্রতি শিশু পুত্রের চিকিৎসায় সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছেন।

সাহায্য পাঠাবার ঠিকানাঃ মাহমুদা বেগম, অগ্রণী ব্যাংক, মিরুখালী শাখা, মঠবাড়িয়া। সঞ্চয়ী হিসাব নং-০২০০০০৮৮৭১১২৫, মঠবাড়িয়া, পিরোজপুর। অথবা বিকাশ- ০১৭২৬১৫৬৯৮৯।

(ঢাকাটাইমস/১এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

বাড়ি ফেরার পথে লাশ হলেন বৃদ্ধ সুরুজ আলী

জাজিরায় কৃষকদের দুই দিনব্যাপী কন্দাল ফসল চাষের প্রশিক্ষণ সম্পন্ন

কালকিনিতে পুলিশের তাড়া খেয়ে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

বাসর করেই স্বামী পলাতক! শ্বশুরবাড়িতে অবস্থান নববধূর

বগুড়ার তিন উপজেলা নির্বাচনে মনোয়‌নে বৈধতা পে‌লেন ৩৫ জন

মহেশপুর সীমান্তে ৪০টি স্বর্ণের বারসহ দুজন আটক

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের খোঁজ নিলেন ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন

রায় জালিয়াতি: শিবচরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গ্রেপ্তার

কেএনএফ চাইলে সমঝোতার মাধ্যমে স্বাভাবিক অবস্থায় আসতে পারে, বান্দরবানে র‌্যাব ডিজি

শ্রীপুরে খালে ডুবে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

এই বিভাগের সব খবর

শিরোনাম :