কম্পিউটার সমিতির নতুন সভাপতি শাহিদ-উল-মুনীর

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ এপ্রিল ২০১৯, ১১:৫৮

তথ্যপ্রযুক্তি খাতের জাতীয় সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস)-এর কার্যনির্বাহী কমিটিতে পুনর্বিন্যাস হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী, ২০১৮-২০২০ মেয়াদের শেষ অংশে ১ এপ্রিল ২০১৯ থেকে ৩১ মার্চ ২০২০ পর্যন্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. শাহিদ-উল-মুনীর।

বিসিএস সভাকক্ষে কার্যকরী কমিটির সদস্যদের উপস্থিতিতে বিদায়ী সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার নতুন সভাপতি মো. শাহিদ-উল-মুনীরকে ফুলেল শুভেচ্ছা জানান।

মো. শাহিদ-উল-মুনীর ১৯৯৫ সাল থেকে তথ্যপ্রযুক্তি ব্যবসায়ের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি ইপসিলন সিস্টেমস অ্যান্ড সলিউশন লিমিটেডের চেয়ারম্যান এবং ইউনিকম বাংলাদেশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা।

২০১৮-২০ কার্যনির্বাহী কমিটিসহ বাংলাদেশ কম্পিউটার সমিতির নির্বাচনে তিনি পাঁচবার নির্বাচিত হন । ২০০৮-২০০৯ মেয়াদকালে কোষাধ্যক্ষ, ২০১০-২০১১ মেয়াদকালে পরিচালক এবং ২০১২-২০১৩ মেয়াদকালে তিনি মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬-১৮ এবং ২০১৮-২০১৯ মেয়াদকালে পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে সমিতির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়াদি দক্ষতার সাথে দেখভাল করেন।

(ঢাকাটাইমস/৩এপ্রিল/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :