অবৈধভাবে বালু উত্তোলন, পাঁচজনকে দণ্ড

বরিশাল ব্যুরো
 | প্রকাশিত : ০৩ এপ্রিল ২০১৯, ১৪:১৪

কীর্তনখোলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তীর নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এই আদেশ দেয়।

দণ্ডিতরা হলেন সোহেল (২৫), সবুজ (২৫), রেজাউল (৩০), জসিম হাওলাদার (৪৫) এবং মহসিন (৩৬)।

বুধবার সকালে জেলা প্রশাসন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর উপজেলার চরমোনাই সংলগ্ন কীর্তনখোলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজারসহ পাঁচজনকে হাতেনাতে আটক করে কোস্টগার্ড। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় অভিযুক্ত পাঁচজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসনের এই তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী।

ঢাকাটাইমস/৩এপ্রিল/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :