ভাই খুনে ছোট ভাইসহ গ্রেপ্তার ৩

প্রকাশ | ০৩ এপ্রিল ২০১৯, ১৫:১০

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে কাবুল মোল্লা নামে এক স’মিল শ্রমিককে গলাকেটে হত্যার ঘটনায় তার ছোট ভাই বাবুলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার রাতে বরিশালের কালিজিরা ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বাবুল আলতিবুরুজবাড়িয়া গ্রামের আব্দুল গফফার মোল্লার ছেলে। পিবিআইয়ের দাবি, প্রতিপক্ষকে ফাঁসাতে বাবুল তার দুই সহযোগীকে নিয়ে বড় ভাই কাবুলকে পরিকল্পিতভাবে খুন করে।

গ্রেপ্তারকৃত অন্য দুইজন হলেন একই এলাকার আব্দুল মজিদ হাওলাদারের ছেলে বাচ্চু হাওলাদার এবং মন্টু খানের ছেলে মুন্না খান।

গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্য ধরে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি লোহার রড ও একটি ধারালো ছুরি উদ্ধার করেছে পুলিশ।

গত ২০ জানুয়ারি রাতে বাবুল তার দুই সহযোগীকে নিয়ে তার বড় ভাই কাবুলকে লোহার রড় দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি অচেতন হয়ে যান। পরে ধারালো ছুরি দিয়ে গলাকেটে তাকে হত্যা করে মরদেহ ধানক্ষেতে ফেলে পালিয়ে যায়।

ঘটনার পরের দিন স্থানীয় লোকজন কাবুলের মরদেহ ধানক্ষেতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

এর দুইদিন পর নিহতের বাবা গাফফার মোল্লা বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। গত ২৮ জানুয়ারি মামলাটি তদন্ত করতে পিবিআইকে দায়িত্ব দেয়া হয়।

বাগেরহাট পিবিআই-এর পুলিশ পরিদর্শক (প্রশাসন) মহসীন উদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের কালিজিরা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে বাবুল ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেছে।’

ঢাকাটাইমস/৩এপ্রিল/এএইচ