স্বাধীনতাযুদ্ধে নোয়াখালীবাসীর অবদান অনেক: রুশনারা আলী

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ এপ্রিল ২০১৯, ১৭:৫৬

স্বাধীনতাযুদ্ধে নোয়াখালীবাসীর অবদান অনেক বলে উল্লেখ করেছেন রুশনারা আলী এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা দিবসে উদযাপনে নোয়াখালী সমিতির এই আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে। এখানে এসে আমি বাংলাদেশের ঘ্রাণ পাচ্ছি। আমি সত্যিই গর্বিত- স্বাধীনতা দিবসের এ বিশাল মিলন মেলায় শামিল হতে পেরে।’

রুশনারা আলী বলেন, ‘স্বাধীনতাযুদ্ধে নোয়াখালীবাসীর অবদান অনেক বেশি ছিল। আজ নোয়াখালীবাসীর অবদান বিশ্বব্যাপী। ব্রিটেনেও নোয়াখালীবাসীর অবদান স্মরণ করার মতো। ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে নোয়াখালীবাসী এক বিরল দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে।’

৩১ মার্চ পূর্ব লন্ডনের বার্ডি আর্ট সেন্টারে নোয়াখালী সমিতির উদ্যোগে ৪৯তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নোয়াখালী সমিতির সভাপতি আ. রবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু জাফরের পরিচালনায় অনুষ্ঠানে ধর্মবিষয়ক সম্পাদক রইছ উদ্দিন পাটওয়ারী পবিত্র কুরআন তেলাওয়াত করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন- টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র মোহাম্মদ সিরাজুল ইসলাম, টাওয়ার হ্যামলেটসের স্পিকার আয়াছ মিয়া, গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ আজিজ, এনটিভির ডিরেক্টর মোস্তফা সারোয়ার, কাউন্সিলর আহবাব হোসেন, আশিক রহমান, মুজিবুর রহমান জসিম, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম, গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশন ইউকের সিনিয়র সহ-সভাপতি আশরাফ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম জামান, নোয়াখালী সমিতি ইউকের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলম মিয়া, ট্রেজারার আবুল হোসেন নিজাম, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নিঝুম মজুমদার, মোহাম্মদ সোহাগ, আলা উদ্দিন রাসেল, হাছিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক সাঈদ মুনির আহমদ, মহিলাবিষয়ক সম্পাদক মির্জা জরিনা বেগম, নাসরিন আক্তার, শামীমা সুলতানা, মানবাধিকার সম্পাদক রুমা জাফর, আইন বিষয়ক সম্পাদক সিফাত আইরিন লিসা প্রমুখ।

আয়োজনে যারা সম্পৃক্ত ছিলেন- সহ-সভাপতি নাজমুল হক, আববাস চৌধুরী, মির্জা আওরঙ্গজেব, মোর্শেদুজ্জামান, নিজাম উদ্দিন কচি, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল আমিন, ট্রেজারার বাকিউল্লাহ ফারুক, তথ্য ও পরিকল্পনা সম্পাদক কবির হোসেন মোল্লা, প্রকাশনা সম্পাদক রাশেদুল হক শামীম, আইন সম্পাদক মোস্তাফিজুর রহমান মিলন, তথ্য ও পরিকল্পনা সম্পাদক শামছুদ্দিন সুমন, সমাজকল্যাণ সম্পাদক সেলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ভূঁইয়া, দপ্তর সম্পাদক শাহ জালাল আরো অনেকে।

মিনহাজ ও আঞ্জুমান মুন্নির উপস্থাপনায় অনুষ্ঠানে গান পরিবেশন করেন ব্রিটেনের শিল্পীবৃন্দ। পরে নৈশভোজ মাধ্যামে অনুষ্ঠান সমাপ্ত হয়।

(ঢাকাটাইমস/৩এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :