জামালপুরে প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

প্রকাশ | ০৩ এপ্রিল ২০১৯, ১৯:১০

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

জামালপুরে মোরশেদা বেগম নামে প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে। সদর উপজেলার মেস্টার ঝাউরাম গ্রাম থেকে বুধবার দুপুরে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

নিহত মোরশেদা বেগম সদর উপজেলার মেস্টা ইউনিয়নের কলতাপাড়া গ্রামের মুক্তি মিয়ার মেয়ে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ‘মোরশেদা বেগমের সাথে আট মাস আগে একই ইউনিয়নের কলতাপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে শান্ত মিয়ার বিয়ে হয়। চার মাস আগে ওই গৃহবধূর স্বামী শান্ত মিয়া জীবিকার প্রয়োজনে ওমানে যায়। স্বামী বিদেশ যাওয়ার পর থেকে গৃহবধূ মোরশেদার সাথে শাশুড়ি মর্জিনা বেগমের ঝগড়াঝাটি চলে আসছিল। সকালে বউ-শাশুড়ির ঝগড়ার শব্দ শুনতে পায় আশপাশের লোকজন।’

কিছুক্ষণ পর আশপাশের লোকজন মেঝেতে মোরশেদার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ঘটনার পর থেকেই শাশুড়ি ও শ্বশুড়বাড়ির লোকজন পলাতক রয়েছেন।

নিহত মোরশেদার বাবা মুক্তি মিয়া অভিযোগ করেন, ‘তার মেয়েকে শাশুড়ি মর্জিনাসহ শ্বশুরবাড়ির লোকজন শ্বাসরোধ করে হত্যা করেছে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বলেন, ‘গৃহবধূর লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’

(ঢাকাটাইমস/৩এপ্রিল/এলএ)