কুড়িগ্রামে চার রোহিঙ্গা নারী আটক

প্রকাশ | ০৩ এপ্রিল ২০১৯, ১৯:১৪

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস

কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসে এক দালালসহ চার রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকালে পাসপোর্ট অফিসে আবেদন করতে এসে সন্দেহ হলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম আমিন আল পারভেজ তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

আটকরা হলেন- কক্সবাজারের কুতুব আলম এলাকার ফাতেমা, মীম, আলেয়া খাতুন, নুরিকা খাতুন।

কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আব্দুল মোত্তালেব সরকার জানান, ‘জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বল্লভপুর গ্রামের আনিছুর রহমানের স্ত্রী আরিফা খাতুন আত্মীয় পরিচয়ে চার রোহিঙ্গা নারীকে মালয়েশিয়া যাওয়ার জন্য পাসপোর্ট করতে আসে। তাদের কথাবার্তায় সন্দেহ হওয়ায় আটক করে পুলিশে সোপর্দ করা হয়।’

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম আমিন আল পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বলেন, ‘এ ঘটনায় তাদের স্বীকারোক্তির প্রেক্ষিতে নাগেশ্বরীর একজনসহ চার রোহিঙ্গা নারীকে আটক করা হয়। আটকরা নাগেশ্বরীর সন্তোষপুর ইউনিয়নের বল্লভপুর গ্রামের ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করতে আসে।’

(ঢাকাটাইমস/৩এপ্রিল/এলএ)