পানি ভেবে এসিড পান, স্বর্ণকারের মৃত্যু

প্রকাশ | ০৩ এপ্রিল ২০১৯, ২০:৪২

মেহেরপুর প্রতিবেদক, ঢাকাটাইমস

পানি ভেবে এসিড পান করে অমিত কুমার নামে এক স্বর্ণকার মারা গেছেন। মেহেরপুরের গাংনীতে বুধবার সকালে এ ঘটনা ঘটে।

মৃত অমিত কুমার গাংনী বাজারের নাজ জুয়েলার্সে স্বর্ণ কারিগর ছিলেন। তার বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নানবার গ্রামে।

প্রতিদিনের ন্যায় আজ সকালে অজিত জুয়েলার্সের কারখানায় যান। ওষুধ সেবনের সময় ভুলে পানি ভেবে সোনার গয়না পরিষ্কার করার ‘গিল্টি জল’ পান করে ফেলেন। এসিড মিশ্রিত এই জল পান করার কিছুক্ষণ পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি দেখা দিলে দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মিরপুরে তার মৃত্যু হয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বলেন, ‘ভুলে গিল্টি জল পানে তার মৃত্যু হয়েছে এ বিষয়টি পুলিশ নিশ্চিত। তাই পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের দেয়া হয়েছে।’

(ঢাকাটাইমস/৩এপ্রিল/এলএ)