আপা আপনাকে বারবার জ্বালাবো, প্রধানমন্ত্রীকে রুবানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ২১:৪৬ | প্রকাশিত : ০৩ এপ্রিল ২০১৯, ২১:৪১

পোশাক শিল্পের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বারবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারস্থ হবেন জানিয়ে মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক বলেছেন, ‘আপা আপনি ছাড়া আমাদের দুঃখের কথা কেউ বুঝবে না। তাই সমস্ত কিছু ছাপিয়ে আপনার কাছে আসবো। আপনাকে বারবার জ্বালাবো।’

বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী উত্তরার বিজিএমইএ ভবন উদ্বোধন করেন। নতুন ভবনে বসে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও করফারেন্সে এসব কথা বলেন রুবানা হক।

ঢাকা উত্তরের প্রয়াত মেয়র বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুল হকের স্ত্রী রুবানা হক। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নির্বাচন আগামী ৬ এপ্রিল। সেই নির্বাচনে সম্মিলিত পরিষদ এবং ফোরাম সমঝোতার মাধ্যমে যে প্যানেল জমা দিয়েছে তাতে দলনেতা করা হয়েছে রুবানা হককে। তাই বলা যায় বিজিএমইএর সভাপতি হচ্ছেন রুবানা হক।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রুবানা হক বলেন, ‘আমরা আজ যেখানে (নতুন ভবন) দাঁড়িয়ে আছি এর প্রতিটি ইট সম্ভাবনার কথা বলে। একই সঙ্গে আমাদের প্রচণ্ড সংকট যাচ্ছে। আপনার সহোযোগিতা থাকলে সব সংকট দূর করা সম্ভব। বাংলাদেশ আপনার নেতৃত্বে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। আমাদের সবার দৃঢ় বিশ্বাস সামনে যত চ্যালেঞ্জ আসুক না কেন আপনি পাশে থাকলে আমরা এগোবোই।’

রুবানা হক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাহায্য করবেন, যাতে বিশ্ব মিডিয়ার সব জায়গায় আমাদের সম্ভাবনা ও সফলতা সুন্দরভাবে আমরা গুছিয়ে তুলতে পারি।’

প্রতিনিয়ত বিভিন্ন সংকটে তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হলেও সেগুলো তেমনভাবে গণমাধ্যমে উঠে আসে না মন্তব্য করে রুবানা হক প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘আপা , আপনাকে আমরা বারবার জ্বালাবো। আমরা বারবার আপনার দ্বারস্থ হবো। আমাদের ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিনিয়ত বন্ধ হচ্ছে। প্রত্যেক দিন একটি না একটি ফ্যাক্টরি বন্ধ হচ্ছে আপা। এটা হয়তো ফলাও করে সংবাদ মাধ্যমে আসছে না। অনেক প্রতিষ্ঠানের মালিক নিজেদের মোটামুটিভাবে সবকিছু জলাঞ্জলি দিয়ে পথে নেমে গেছে। তাদের জন্য আমরা আপনার কাছে দ্বারস্থ হবো বারবার। আপনি আমাদের সর্বদা সাহায্য করে যাবেন।’

পোশাকশিল্পে সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে মন্তব্য করে রুবানা হক বলেন, ‘আমাদের শ্রমিক ভাই-বোনেরা এত কষ্ট করে একটা পরিবার করেছেন। একেকটি শিল্প পরিবার আমরা গঠন করেছি। আপনি আমাদের পাশে থাকবেন। আপনার হাত আমাদের প্রত্যেকের মাথায় ছিল। এই গোটা শিল্পখাতের উপরে আপনার হাত প্রশস্ত করে রাখবেন। একটুও কার্পণ্য করবেন না। এই দাবি আপনার কাছে আমাদের সকলের।’

উত্তরার নতুন ভবনে বসে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে আরও কথা বলেন, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, প্রথম সহসভাপতি মঈনুদ্দিন আহমেদ মিন্টু, সহসভাপতি এম এম মান্না কচি, সহসভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির, বিইউএফটির ভাইস চ্যান্সেলর মোজাফফর ইউ সিদ্দিকী প্রমুখ।

(ঢাকাটাইমস/০৩এপ্রিল/জেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :