ঠাকুরগাঁওয়ে ভুট্টাক্ষেতে মিলল শ্রমিকের মরদেহ

প্রকাশ | ০৩ এপ্রিল ২০১৯, ২১:৫০

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস

ঠাকুরগাঁও সদর উপজেলার দৌলতপুর মাঝিপাড়া এলাকায় একটি ভুট্টাক্ষেত থেকে এক ভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকালে পুলিশ  ওই গ্রামের সুর্যমোহন রায় ওরফে পিটারুর মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, ‘দৌলতপুর মাঝিপাড়া গ্রামের সর্যমোহন রায় ওরফে পিটারু দীর্ঘদিন থেকে মাথা ব্যথায় আক্রান্ত ছিলেন। বিগত কিছুদিন থেকে মাথার প্রচণ্ড ব্যথায় কাতর থাকায় নিয়মিত ঘুমাতে পারছিলেন না। মঙ্গলবার  সন্ধ্যায় পিটারু বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর নিখোঁজ হন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তার কোন সন্ধান পাননি। বুধবার এলাকার লোকজন পাশের ভুট্টা ক্ষেতে ঘাস তুলতে গেলে সুর্যমোহন রায়ের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর  দেয়। বিকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। পিঠারু ওই গ্রামের চিত্ত মোহন রায়ের ছেলে।’ 

সদর থানার পরিদর্শক (তদন্ত) চিত্ত রঞ্জন রায় জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/৩এপ্রিল/এলএ)