‘ভুল চিকিৎসায়’ নবজাতকসহ প্রসূতির মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ এপ্রিল ২০১৯, ২২:২৯

‘ভুল চিকিৎসায়’ নবজাতকসহ প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে পটুয়াখালীর বাউফল উপজেলায়। মঙ্গলবার রাতে উপজেলার কালাইয়া বন্দর লঞ্চঘাট সড়ক এলাকার বেসরকারি প্রতিষ্ঠান সাহেদা গফুর হাসপাতালে এ ঘটনা ঘটে।

মৃত প্রসূতি জুলিয়া বেগম উপজেলার কালাইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মাসুদ রানার স্ত্রী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘প্রসূতি জুলিয়া মঙ্গলবার সাহেদা গফুর হাসপাতালে ভর্তি হন। প্রাথমিক সকল পরীক্ষা শেষে চিকিৎসক আফিয়া ফারজানা তন্নীর নির্দেশে রাত ১০টার দিকে তাকে সিজারিয়ান করার জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। বাইরে অপেক্ষায় থাকেন তার স্বজনরা। দীর্ঘ সময় অপেক্ষার পরেও অপারেশন থিয়েটার থেকে কোন সাড়া না পাওয়ায় জুলিয়ার পরিবার থেকে বিষয়টি জানতে চাওয়া হয়। রাত ১টায় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়- রোগীর অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বরিশাল প্রেরণ করতে হবে। হাসপাতালের নিজস্ব অ্যাম্বুলেন্সে রোগী ও নবজাতককে উঠাতে গেলে উভয়ই মৃত এমনটা নজরে আসে স্বজনদের। এ নিয়ে মৃতের স্বজনরা হট্টগোল শুরু করলে তাদের বিভিন্ন ভয়ভীতি দেখায় হাসপাতাল কর্তৃপক্ষ। এক পর্যায়ে তারা ৯৯৯ ফোন দিলে পুলিশ এসে তাদের আইনি সহায়তা দেয়ার আশ্বাস দেয়।’

এ বিষয়ে চিকিৎসক আফিয়া ফারজানা তন্নী মুঠোফোনে জানান, ‘অ্যানেসথেসিয়াজনিত কারণে মৃত্যু হয়েছে। চিকিৎসক সঞ্জয় অ্যানেসথেসিয়া দিয়েছেন বিষয়টি তিনি ভালো বলতে পারবেন। এখানে আমার কোন দায় নেই।’

এ বিষয়ে অ্যানেসথেসিয়া চিকিৎসক সঞ্জয় কুমার সাহার মোবাইলে বারবার ফোন করলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া যায়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

(ঢাকাটাইমস/৩এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :