যবিপ্রবির সঙ্গে ইউয়ান জি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই

যবিপ্রবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ এপ্রিল ২০১৯, ২২:৩৭

শিক্ষা ও গবেষণায় সহযোগিতা এবং পেশাগত উন্নয়নের জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে তাইওয়ানের ইউয়ান জি বিশ্ববিদ্যালয় (ওয়াইজেডইউ)।

সম্প্রতি যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন এবং ইউয়ান জি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জাইয়া ইয়াং উ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন।

সমঝোতা স্মরক সইয়ের ফলে দুই প্রতিষ্ঠান যৌথভাবে গবেষণা, লেকচার, আলোচনা এবং অন্যান্য একাডেমিক কার্যক্রম পরিচালনা করতে পারবে। শিক্ষা ও গবেষণার জন্য স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষার্থী বিনিময় এবং যৌথভাবে শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করতে পারবে। এছাড়া সমঝোতা স্মারকে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, গবেষণার সুযোগ উন্নত করাসহ দ্বৈত ডিগ্রি দেয়ার বিষয়েও উল্লেখ করা হয়েছে।

দুই প্রতিষ্ঠানের মধ্যে মধ্যস্থতা করেন যবিপ্রবির কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. সুজন চৌধুরী। তিনি জানান, ইতোমধ্যে ইউয়ান জি বিশ্ববিদ্যালয় থেকে যবিপ্রবির ১৯ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। ইউয়ান জি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এ সমঝোতা স্মারক সইয়ের ফলে যবিপ্রবির শিক্ষার মান উন্নয়নের জন্য এ ধরনের সুযোগ-সুবিধা অদূর ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে।’

এর আগে গত ১৫ অক্টোবর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন তাইওয়ানের ইউয়ান জি বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল। এরপরেই দুই প্রতিষ্ঠানের মধ্যে আনুষ্ঠানিকভাবে এ সমঝোতা স্মারক সই হলো। গত ১ এপ্রিল থেকে দুই প্রতিষ্ঠানের জন্য এই সমঝোতা স্মারক কার্যকর হয়েছে।

(ঢাকাটাইমস/৩এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

ববির মেডিকেলে  চিকিৎসকের দায়িত্বে অবহেলা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি অফ স্কলার্সের বিবিএ ১৫তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত

এবার কুবির আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ

গুচ্ছের হাবিপ্রবি কেন্দ্রে তিন ইউনিটে পরীক্ষার্থী ১২৩৪১ জন

জাবি অধ্যাপক তারেক চৌধুরীর গবেষণা জালিয়াতিতে তদন্ত কমিটি

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

বুয়েটে রাজনীতি: হাইকোর্টের আদেশ পাওয়ার পর আইনি পদক্ষেপের ঘোষণা

মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বিএসএমএমইউর উপ-উপাচার্য হলেন আতিকুর রহমান

এই বিভাগের সব খবর

শিরোনাম :