র‌্যাগিং বন্ধের দাবিতে ইবিতে র‌্যালি

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ এপ্রিল ২০১৯, ২২:৫০

র‌্যাগিং-এর নামে শারীরিক ও মানসিক হয়রানি বন্ধের দাবিতে র‌্যালি করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার ক্যাম্পাসের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এ র‌্যালির আয়োজন করেন।

র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

এসময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ইইই বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, আইআইইআর এর পরিচালক অধ্যাপক ড. মেহের আলী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও ভারপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক আনিছুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ক্যাম্পাসে শিক্ষার স্বাভাবিক পরিবেশকে কেউ যেন ব্যাঘাত ঘটাতে না পারে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে বলেন। এছাড়াও র‌্যাগিংয়ের নামে কোন শিক্ষার্থীকে নির্যাতন করা হলে নির্যাতনকারীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

(ঢাকাটাইমস/৩এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :