‘শুধু কবিতা পাঠ নয়, চাই মূল্যবোধের চর্চা’

প্রকাশ | ০৩ এপ্রিল ২০১৯, ২২:৫১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

কবি নির্মলেন্দু গুণ বলেছেন, ‘প্রযুক্তিগত ব্যবহারেই বর্তমানে বেশি লেখালেখি হচ্ছে। কবিতার মাধ্যমে প্রেম, ধর্ম, খেলা, রাজনীতি প্রতিটি বিষয় অনন্যভাবে উপস্থাপন করা যায়। শুধু কবিতা পাঠ করলে হবে না, চর্চা করতে হবে মূল্যবোধের মধ্য দিয়ে।’

বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘তৃতীয় আবৃত্তি উৎসব-২০১৯’ উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানের প্রতিপ্রাদ্য বিষয় ‘মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোক-মাঝে উন্মুক্ত বাতাসে’।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের শিক্ষা ও প্রশিক্ষণ উপদেষ্টা ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ।

আবৃত্তি উৎসবে উপাচার্য কবি নির্মলেন্দু গুণকে ‘জবি আবৃত্তি সংসদ পদক’ প্রদান করেন। 

অনুষ্ঠানে আবৃত্তি সংসদ এর পাশাপাশি কবি নির্মলেন্দু গুণ সহ বিভিন্ন আবৃত্তি সংগঠন এবং আমন্ত্রিত অতিথিরাও আবৃত্তি পরিবেশন করেন। 

(ঢাকাটাইমস/০৩এপ্রিল/জেবি)