সপ্তম বর্ষে পদার্পণ

ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি শাখা খুলবে এসবিএসি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৩ এপ্রিল ২০১৯, ২৩:১৬

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতিটি মানুষের দোরগোরায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে চায় চতুর্থ প্রজন্মের সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক (এসবিএসসি)। এ লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে ৩০টি কমিউনিটি শাখা খোলার ঘোষণা দিয়েছে ব্যাংকটি।

সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে আজ বুধবার ব্যাংকের মতিঝিলের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন। এ সময় তিনি কর্মসংস্থানবান্ধব উদ্যোগের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ নাওয়াজ ও মো. সাখাওয়াত হোসেন, স্বতন্ত্র পরিচালক ড. সৈয়দ হাফিজুর রহমান, স্পন্সর শেয়ারহোল্ডার মতিউর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী, মো. মামুনুর রশিদ মোল্লা প্রমুখ।

এস এম আমজাদ হোসেন বলেন, উৎপাদনশীল খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এসবিএসি ব্যাংক কাজ করছে, যাতে করে বেশি বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়।

তিনি বলেন, ‘আমরা দেখি, অনেকের হাতে টাকা নেই, কিন্তু কাজের আগ্রহ রয়েছে, তার দুটি হাত রয়েছে; তাকে একটু সাহায্য করলে সে দাঁড়িয়ে যাবে, তৈরি হবে নতুন কর্মক্ষেত্র। সুতরাং যেখানে কর্মসংস্থানের সুযোগ ও সম্ভাবনা রয়েছে, সেখানে আমাদের ব্যাংক সেবা সম্প্রসারণ ও অর্থায়নের ব্যবস্থা করছে।’

পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান বলেন, ‘পুঁজিবাজারে তালিকাভুক্ত বিষয়ে ব্যাংক ইতোমধ্যে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টকে ইস্যু ম্যানেজার নিয়োগ দিয়েছে। এটি আমরা কেন্দ্রীয় ব্যাংককে জানিয়েছি।’

সংবাদ সম্মেলনে এসবিএসি ব্যাংকের বর্তমান অবস্থা ও আগামীর লক্ষ্য তুলে ধরেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুক। তিনি বলেন, ‘আমরা আগ্রাসী ব্যাংকার হতে চাই না। আগ্রাসী ব্যাংকিং করতেও চাই না। তাই আমাদের কখনো কেন্দ্রীয় ব্যাংকে রাখা সিআরআর ও এসএলআর সংরক্ষণে ঘাটতি দেখা যায়নি।’

তিনি বলেন, এসবিএসি ব্যাংকের খেলাপি ঋণ দুই শতাংশের নিচে। এ ছাড়া কোনো প্রভিশন ঘাটতি নেই।

এসবিএসি ব্যাংক প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে কমিউনিটি ব্যাংকিং সেবা কার্যক্রমের উদ্যোগ নিয়েছে জানিয়ে প্রধান নির্বাহী বলেন, ‘এ ছাড়া সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যকর খাবার পৌঁছে দিতে ভ্রাম্যমাণ খাবারের দোকানের চিন্তা করছি; যেখানে কম মূল্যে হাইজেনিক খাবার কিনতে পারবে সাধারণ মানুষ। মিলেনিয়র স্কিমে পাঁচ লাখ টাকার বীমা সুবিধা তো রয়েছেই।’

(ঢাকাটাইমস/৩এপ্রিল/আরএ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :