জনপ্রিয় হচ্ছে বড় ডিসপ্লের ফোন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ এপ্রিল ২০১৯, ১১:৪০

বড় ডিসপ্লের স্মার্টফোন বাজার ক্রমশ জনপ্রিয় হচ্ছে। ৫ ইঞ্চি বা তার ছোট ডিসপ্লের ফোনের চাহিদা কিছুটা কমেছে। বিশ্বের নামিদামি হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠানগুলো এখন বড় ডিসপ্লের ফোন তৈরিতে ব্যস্ত।

বড় ডিসপ্লের পাশাপাশি জনপ্রিয় হচ্ছে নচ ডিসপ্লে। নচের মধ্যে জনপ্রিয় মডেল ডিউ ড্রপ বা ওয়াটার ড্রপ নচ। এছাড়াও আছে ফোনের পেছনে একাধিক ক্যামেরা, একাধিক সেলফি ক্যামেরার ফোন।

বাজারে শীর্ষে স্থানে থাকা অ্যাপল, স্যামসাং, হুয়াওয়ে এবং শাওমি বড় ডিসপ্লের ফোন আনছে। এসব ফোনে থাকছে তিন, চার এমনকি পাঁচটা পর্যন্ত ক্যামেরা।

এদিকে বাজারে এখন আলোচিত ফোন ফাইভ জি কানেকটিভিটি সমৃদ্ধ ডিভাইস। এছাড়াও থাকছে ফোল্ডিং ফোন। এই তালিকায় এগিয়ে আছে হুয়াওয়ে।

এদিকে বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির তথ্য মতে, স্মার্টফোনের চাপে ফিচার ফোন অনেকটাই হারিয়ে যেতে বসেছে। কমেছে ট্যাব ও ল্যাপটপের চাহিদা। ট্যাবের জায়গা দখল করে নিয়েছে বড় ডিসপ্লের ফোন।

(ঢাকাটাইমস/৪এপ্রিল/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা