বাংলাদেশ দ্রুত বিকাশমান অর্থনীতির পাঁচটির একটি: বিশ্ব ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ১৪:৩৪ | প্রকাশিত : ০৪ এপ্রিল ২০১৯, ১৪:৩০

বিশ্বের শীর্ষ পাঁচ দ্রুত বিকাশমান অর্থনীতির একটি হিসেবে বাংলাদেশকে চিহ্নিত করেছে করেছে বিশ্ব ব্যাংক। ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উচ্চ আয়ের দেশে রূপ লাভ করবে বলেও বিশ্ব ব্যাংক মনে করছে।

বৃহস্পতিবার প্রকাশিত ‘দ্য বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট এপ্রিল ২০১৯: টুওয়ার্ডস রেগুলেটরি প্রেডিকটেবিলিটি’ শীর্ষক বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

প্রতিবেদনটিতে বলা হয়, বেসরকারি খাতে বিনিয়োগের পরিমাণ অপর্যাপ্ত হলেও বাংলাদেশের প্রবৃদ্ধিতে অবদান রেখেছে স্থিতিশীল ব্যাস্টিক ও রপ্তানিনির্ভর শিল্প। শিল্প খাতে উৎপাদন, অবকাঠামো, ফসলের বাম্পার ফলন, ব্যক্তিগত ব্যয়, রেমিটেন্স ও গ্রামীণ অর্থনীতিতে আয় বেড়ে যাওয়ায় এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।

তবে বাংলাদেশে এখনও বেসরকারি খাতে বিনিয়োগ দুর্বল অবস্থায় রয়ে গেছে বলেও মনে করছে বিশ্ব ব্যাংক।

শিল্প খাতে আরও আকর্ষণীয় গন্তব্য হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে ভূমি, বিদ্যুৎ ও গ্যাসের পর্যাপ্ততার মতো বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ঢাকাটাইমস/০৪এপ্রিল/ডিএম

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :