শাওমির নোট সেভেন জনপ্রিয়তার শীর্ষে

প্রকাশ | ০৪ এপ্রিল ২০১৯, ১৪:৩৫

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

চীনের রাইজিং স্টার হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমির জনপ্রিয় সিরিজ রেডমি নোট।  গত বছর বাজারে কাঁপিয়েছিল রেডমি নোট ফাইভ প্রো। নতুন বছরের শুরুতে শুরুতে চীনে অবমুক্ত হয় রেডমি নোট সেভেন। ফেব্রুয়ারিতে  আসে রেডমি নোট সেভেন প্রো।  ইতিমধ্যেই বিশ্বব্যাপী ৪০ লাখেরও বেশি নোট সেভেন বিক্রি হয়েছে বলে শাওমি দাবি করছে। 

রেডমি নোট সেভেনের ফোন বাজারে আসার সময় শাওমি মার্চ মাসের মধ্যে ৪০ লাখ ফোন বিক্রির লক্ষ্যমাত্রা ধরেছিল। সেই লক্ষ্যমাত্রা ইতোমধ্যে পূরণ হয়েছে। 

সম্প্রতি শাওমি গ্লোবাল রেডমি সিরিজের দুটি লেটেস্ট স্মার্টফোন রেডমি নোট ৭ এবং রেডমি ৭ নিয়ে এসেছে।

দেশে শাওমির নোট সেভেন। দেখুন ভিডিওতে: 

(ঢাকাটাইমস/৪এপ্রিল/এজেড)