শেয়ারবাজার মেলায় জিপিএইচ ইস্পাত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ২০:৫৩ | প্রকাশিত : ০৪ এপ্রিল ২০১৯, ১৮:০৫

শেয়ারবাজার মেলায় অংশ নিয়েছে দেশের রড উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত। প্রতিষ্ঠানটির এখন পর্যন্ত যা কিছু অর্জন তা বিনিয়োগকারীদের মাঝে তুলে ধরতে তাদের এই অংশগ্রহণ বলে জানান জিপিএইচ ইস্পাতের শেয়ার ডিভেশনের সিনিয়র অফিসার মো. মোশারফ হোসাইন।

আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চতুর্থ ‘ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৯’ শুরু হয়েছে। অনলাইন নিউজ পোর্টাল অর্থসূচক আয়োজিত তিন দিনের এই এক্সপো এক্সপো খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

জিপিএইচ ইস্পাতের শেয়ার ডিভেশনের সিনিয়র অফিসার ঢাকাটাইমসকে বলেন, খুব শিগগির সম্প্রসারণে যাচ্ছে তাদের কোম্পানি। ‘স্টেট অব দ্য আর্ট’ স্টিল প্ল্যান্ট স্থাপনের কাজ চলছে। আগামী জুন মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে কোম্পানির উৎপাদন পাঁচগুণের বেশি বাড়বে বলে জানান তিনি।

এক্সপোতে পুঁজিবাজার সম্পর্কিত বিভিন্ন বিষয় জানতে পারছেন দর্শনার্থীরা। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, ব্রোকারহাউজ, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান, তালিকাভুক্ত কোম্পানিসহ বিভিন্ন স্টেকহোল্ডারের স্টল রয়েছে এখানে।

এক্সপোতে প্রবেশে কোনো টিকেট লাগবে না। প্রবেশ কুপনের র‌্যাফল ড্রতে থাকবে মূল্যবান সব পুরস্কার।

(ঢাকাটাইমস/৪এপ্রিল/জেআর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :