চাঁদপুরে ডলার জালিয়াতি চক্রের সদস্য আটক

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ এপ্রিল ২০১৯, ১৮:১৯

ডলার জালিয়াতি চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদে চাঁদপুর লঞ্চঘাট এলাকা থেকে রফিক মোল্লা কুটুকে আটক করে।

তিনি গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত ইউসুফ মোল্লার ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা জসিম উদ্দিন জানান, ‘চাঁদপুর সদর উপজেলার উত্তর রঘুনাথপুর গ্রামের কাজী বাড়ির কাজী সাহাবুদ্দিনের ছেলে কাজী মাসুদের সাথে প্রতারক চক্রের সদস্য রফিক মোল্লার সাথে লঞ্চে পরিচয় হয়। মাসুদ সৌদি আরব যাওয়ার জন্য কিভাবে রিয়াল সংগ্রহ করা যায় এ নিয়ে রফিকের সাথে কথা হয়। পরে রফিক মাসুদকে মোবাইল করে ১২ হাজার রিয়াল তার কাছে রয়েছে বলে জানায় এবং দুপুর ২টার মধ্যে ওই রিয়াল নেয়ার জন্য ২ লাখ ৬০ হাজার টাকা বাবুরহাটে নিয়ে আসতে বলে। প্রতারকের কথা মত কাজী মাসুদ দুই লাখ ৬০ হাজার টাকা নিয়ে বাবুরহাট মতলব রোডে গেলে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে মাসুদ চাঁদপুর মডেল থানায় জানালে লঞ্চঘাটে অভিযান চালিয়ে ডলার জালিয়াতি চক্রের সদস্য রফিক মোল্লাকে আটক করা হয়।’

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী বলেন, ‘আটক রফিক মোল্লা ডলার জালিয়াতি চক্রের সদস্য। এই প্রতারক চক্র শুধু চাঁদপুর নয়, সারাদেশে মানুষের সাথে ডলার দেবে বলে প্রতারণা করে আসছিল। এরা প্রত্যেকটি জেলায় ঘুরে ঘুরে সহজ-সরল মানুষের সাথে প্রতরণা করে। তার মধ্যে থেকে একজনকে আমরা ধরতে পেরেছি। আশা করি, এই প্রতারকের মাধ্যমে আমরা অন্যদের ধরতে পারব। তার সাথে পালিয়ে যাওয়া অপর দুই আসামিকে আটকে অভিযান চলছে।’

(ঢাকাটাইমস/৪এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :