পিরোজপুরে মুক্তিযোদ্ধার ওপর হামলায় বিচার দাবি

প্রকাশ | ০৪ এপ্রিল ২০১৯, ১৮:৪০

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

পিরোজপুরের কাউখালী উপজেলায় মুক্তিযোদ্ধা ফজলুল হক হিরনের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানরা।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার অলি হোসেন তালুকদার, মুক্তিযোদ্ধা আব্দুল জিহাদ, এনায়েত হোসেন তালুকদার, মোবারেক আলী মীর, আব্দুল রব হাওলাদার, শাহ আলম, মুক্তিযোদ্ধার সন্তান জিয়াদুল হক, মুরশিদ কামাল শিকু প্রমুখ।

বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত ২৯ মার্চ রাতে মুক্তিযোদ্ধা ফজলুল হক হিরন কাউখালী থেকে কেউন্দিয়ার নিজ বাড়িতে যাচ্ছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছলে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর আতর্কিত হামলা চালিয়ে তার হাত পা ভেঙে দেয় দুর্বৃত্তরা।

আহত মুক্তিযোদ্ধার চিৎকারে এলাকাবাসী ও পরিবারের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে গেলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

(ঢাকাটাইমস/৪এপ্রিল/এলএ)