অ্যাম্বুলেন্সে ফেনসিডিল

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ২২:০২ | প্রকাশিত : ০৪ এপ্রিল ২০১৯, ২২:০০

চুয়াডাঙ্গার দামুড়হুদায় রোগী বহনকারী অ্যাম্বুলেন্স থেকে ১০০ বোতল ফেনসিডিল ও দেড় কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার প্রতাপপুর গ্রামের গলায়দড়ি সেতুর নিকট থেকে অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।

পুলিশ জানায়, ‘দামুড়হুদার সীমান্ত এলাকা দিয়ে মাদকের বড় চালান পাচার হবে- এমন সংবাদে গলাইদড়ি সেতু এলাকায় অবস্থান নেয় পুলিশ। এসময় কুড়ালগাছি হয়ে দর্শনা অভিমুখে যাওয়া একটি অ্যাম্বুলেন্সকে (ঢাকা মেট্রো গ-১৪-৫৩৭৭) সন্দেহ হলে ধাওয়া করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা এক পর্যায়ে অ্যাম্বুলেন্স ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ তল্লাশি করে সেখান থেকে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল ও দেড় কেজি গাঁজাসহ গাড়িটি জব্দ করে থানায় নেয়।’

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, ‘অ্যাম্বুলেন্সটি কোন হাসপাতাল কিংবা ক্লিনিকের- সেটা এখনো নিশ্চিত জানা যায়নি। আর পালিয়ে যাওয়া পাচারকারীদেরও আইনের আওতায় আনতে পুলিশি অভিযান চলানো হচ্ছে।’

এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।

(ঢাকাটাইমস/৪এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :