ডিসকভারে এলো কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ এপ্রিল ২০১৯, ১১:৪৮

বাজাজের জনপ্রিয় কমিউটার বাইক ডিসকভার ১২৫ সিসিতে এলো কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম বা সিবিএস। ভারতের আইন অনুযায়ী এখন থেকে ১১৫ সিসি বা তার অধিক সিসির বাইকে সিবিএস বাধ্যতামূলক।

নতুন ডিসকভারে সিবিএস সুবিধা ডিস্ক ও ড্রাম ব্রেক ভার্সনে পাওয়া যাবে। ভারতে সিবিএস ড্রাম ব্রেক ভার্সনের দাম ৫৮ হাজার রুপি। সিবিএস ডিস্ক ব্রেক ভার্সন ৬১ হাজার ৫০০ রুপি। কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম ছাড়া এই মোটরসাইকেলে নতুন কোন ফিচার যোগ হয়নি।

১২৫ সিসির ডিসকভার মডেলের বাইকটিতে আছে ১২৪.৬ সিসির ফোর স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার, ডিটিএসআই এয়ার কুলড ইঞ্জিন। ইঞ্জিনটি আগের চেয়ে অনেক বেশি রিফাইন করা হয়েছে। এই ইঞ্জিন ১৪.৭২বিএইচপি @ ৭৫০০আরপিএম ও ১১ এনএম টর্ক @ ৫৫০০ আরপিএম ক্ষমতা উৎপন্ন করতে পারে।

ডিসকভারে এলইডি ডিআরএল সিস্টেম ব্যবহার করা হয়েছে।

(ঢাকাটাইমস/৫এপ্রিল/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :