এবার কারওয়ান বাজারে অগ্নিকাণ্ড

প্রকাশ | ০৫ এপ্রিল ২০১৯, ১৬:১০ | আপডেট: ০৫ এপ্রিল ২০১৯, ১৭:০০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

এবার রাজধানীর কারওয়ান বাজারে আগুনের ঘটনা ঘটেছে। তবে এতে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে কারওয়ান বাজারের কাব্বুকস হার্ডওয়্যার মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে পৌঁছায় এবং আধাঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, শুক্রবার বেলা ১১টা ৪৮ মিনিটে ৯ তলা বিশিষ্ট ওই মার্কেটের তৃতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। বেলা ১২টা ১২ মিনিটের আগুন সম্পূর্ণরুপে নেভানো হয়। কী কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।
এরশাদ হোসেন বলেন, আগুনে ওই মার্কেটের প্রায় ৪০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। তবে দমকল কর্মীদের তৎপরতায় প্রায় ৪০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, সম্প্রতি রাজধানীর চকবাজারের চুড়িহাট্টা এবং বনানীতে বড় ধরনের অগ্নিকাণ্ডের পর প্রায় প্রতিদিনই আগুনের ঘটনা ঘটেছে। এসব ঘটনা নিছক অগ্নিকাণ্ড নাকি নাশকতা এ ব্যাপারেও প্রশ্ন উঠেছে।

(ঢাকাটাইমস/০৫এপ্রিল/জেবি)