শিক্ষার্থীসহ স্কুল বিক্রির বিজ্ঞাপন ফেসবুকে!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ এপ্রিল ২০১৯, ১৬:৫১

শিরোনাম দেখে আঁতকে উঠলেন? আসলে হওয়ারই কথা। কারণ হরেক রকমের জিনিসপত্র বিক্রির জন্য প্রায়ই বিজ্ঞাপন দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবার শিক্ষার্থীসহ স্কুল বিক্রির বিজ্ঞাপন ঘুরে বেড়াচ্ছে। তবে এটা কোন স্কুলের বিজ্ঞাপন তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে এমন আজগুবি বিজ্ঞাপন দেখে অনেকেই আশ্চর্য হয়েছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে হাস্যরস করছেন। অনেকে আবার একে পাত্তা দিচ্ছেন না। তবে শিক্ষার্থীসহ স্কুল বিক্রি করা হবে এমন বিজ্ঞাপন এর আগে কারও নজরে আসেনি।

শুক্রবার সকাল থেকেই ফেসবুকে একটি ছবি ঘুরছে ব্যবহারকারীদের ওয়ালে। সেখানে লেখা আছে ‘বিক্রয় হইবে হাই স্কুল/ প্লে-দশম শ্রেণি চলমান/ ৪৫০ জন ছাত্রছাত্রী সহ’। বিজ্ঞাপনদাতার সঙ্গে যোগাযোগের জন্য একটি মোবাইল নাম্বারও দিয়ে দেয়া হয়েছে সেই বিজ্ঞাপনের নিচে।

তবে বিজ্ঞাপনে স্কুল অথবা স্থানের নাম উল্লেখ না থাকায় স্কুলটির অবস্থান এবং বিজ্ঞাপনের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার জন্য বিজ্ঞাপনে উল্লিখিত নাম্বারে ফোন দিলে, দেখা যায় নম্বরটি বন্ধ রয়েছে।

তবে ট্রু কলার অ্যাপসে সেই নাম্বারের সত্বাধিকারীর নাম ‘ওয়াহিদ রামপুরা’ ভেসে উঠে।

ছবিটির নিচে একজন লিখেছেন- ‘শিক্ষা যদি বাণিজ্য হয়, তাহলে যাবে। তবে আমার অবস্থান জ্ঞানার্জন এবং নৈতিক শিক্ষার পক্ষে, বাণিজ্যিক শিক্ষার বিরুদ্ধে।’

অন্য একজন লিখেছেন-এটা দেশের টোটাল এডুকেশনাল সিস্টেমকে রিপ্রেজেন্ট করছে।

ফেরদৌস নামে এক ব্যবহারকারীর বক্তব্য- স্কুল বিক্রি হচ্ছে না। বিক্রি হচ্ছে বিবেক, মানবতার মেরুদণ্ড।

রেজা নামের একজন লিখেছেন- এটা মনে হয় ভুয়া। ভাইরাল হওয়ার জন্য ফেসবুকে ছেড়েছে।

(ঢাকাটাইমস/০৫এপ্রিল/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

ফিচার এর সর্বশেষ

যে পাঁচ সমস্যায় আক্রান্তরা গুড় খাওয়ার আগে একবার ভাবুন, নইলে...

সাজেদুর রহমান শাফায়েতের স্বপ্ন পৃথিবী ঘুরে দেখা

খাওয়ার পরপরই চা পান উপকার না ক্ষতি? কী বলছেন বিশেষজ্ঞরা

জ্বরের মধ্যে যে পাঁচ খাবার খেলেই বিপদ! জানুন, সাবধান হোন

গরমে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে ডায়াবেটিস রোগীদের! সুস্থ থাকবেন যেভাবে

মুখে দুর্গন্ধের কারণে হা করতেও অস্বস্তি লাগে? সমাধান কী জানুন

লিভার ভালো রাখে লাউ! ওজন এবং উচ্চ রক্তচাপও থাকে নিয়ন্ত্রণে

কিডনি ভালো রাখে আমের পাতা! উচ্চ রক্তচাপও থাকে নিয়ন্ত্রণে

ইফতার ও সাহরিতে বাহারি আয়োজন ধানমন্ডির দ্য ফরেস্ট লাউঞ্জে

বারবার ফোটানো চা খেলেই মারাত্মক বিপদ! বাঁচতে হলে জানুন

এই বিভাগের সব খবর

শিরোনাম :