গৃহবধূ ‘হত্যা’র বিচার দাবি

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ এপ্রিল ২০১৯, ২১:০৭

জামালপুর সদরের মেষ্টা এলাকায় গৃহবধূ মোর্শেদা ‘হত্যাকারীদের’ দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার সকালে মেষ্টার কলতাপাড়া এলাকায় এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য জিল্লুর রহমান, মেষ্টা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, নিহত মোর্শেদার বাবা মুক্তি মিয়া ও মা দেলুয়ারা কাঞ্চনসহ এলাকাবাসী বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা মোর্শেদা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয় মানববন্ধন থেকে।

গত ৩ এপ্রিল ঝুলন্ত অবস্থায় মোর্শেদার লাশ উদ্ধার করে পুলিশ। তবে নিহতের পরিবারের দাবি, তাকে হত্যা করার পর ফাঁসিতে ঝুলানো হয়েছে।

(ঢাকাটাইমস/৫এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :