জগন্নাথে প্রাণিবিদ্যা অ্যালামনাইয়ের কমিটি গঠিত

প্রকাশ | ০৫ এপ্রিল ২০১৯, ২১:১৩

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রাণিবিদ্যা বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা কমিটি গঠন করা হয়েছে। ইমরান হোসেনকে (নিশাত) সভাপতি ও মো. সাবের মাহমুদকে (রিফাত) সাধারণ সম্পাদক করে নয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় বিভাগীয় সেমিনার কক্ষে বার্ষিক সভা শুরু হয়ে সন্ধ্যার সময় নতুন কমিটি গঠনের মাধ্যমে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল আলীম বলেন, 'অ্যালামনাইয়ের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ঘটে, কর্মজীবনের পরিচিতি ঘটে ও নিজেদের মধ্যে সৌহার্দ্য বাড়ে। বর্তমান শিক্ষার্থীরা সাবেক শিক্ষার্থীদের পরামর্শ কাজে লাগিয়ে নিজেরা সফলতার দ্বারপ্রান্তে পৌঁছতে পারে।'

বিভাগের উন্নয়ন ও শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে যাতে অ্যালামনাই শিক্ষার্থীরা কাজ করে যায় সে বিষয়ে খেয়াল রাখার আহ্বান জানান বিভাগীয় চেয়ারম্যান ড. আলীম।

প্রাণিবিদ্যা অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক ইমরান নিশাতের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সদস্য সচিব রাশেদ আহমেদ।

কমিটিতে অন্যান্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মহিউদ্দিন, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রসিদ (রাসেদ) সাংগঠনিক সম্পাদক সামসুর রহমান (সেলিম), কোষাধ্যক্ষ জাকির হোসেন রাজু, দপ্তর সম্পাদক রুবেল হাওলাদার, নারী বিষয়ক সম্পাদক রুমানা আক্তার নির্বাচিত হন।

(ঢাকাটাইমস/০৫এপ্রিল/আইএইচ/জেবি)