গাইবান্ধায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫

গাইবান্ধা প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ০৮:৫৭ | প্রকাশিত : ০৬ এপ্রিল ২০১৯, ০৮:২৮

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস উল্টে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

শুক্রবার গভীর রাতে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার বালুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মমিরুল ইসলাম ঢাকাটাইমসকে জানান, বরকত ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে বুড়িমারী যাচ্ছিল। বালুয়া এলাকায় আসার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহত হন অন্তত ১০ জন।

খবর পয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় হতাহতদের নামপরিচয় জানাতে না পারলেও বাসের অধিকাংশ যাত্রী শ্রমজীবী মানুষ জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান। দুর্ঘটনার জন্য তিনি চালককেই দায়ী করেন। বলেন, বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঢাকাটাইমস/৬এপ্রিল/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :