ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ৫ বাংলাদেশি

বেনাপোল প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ এপ্রিল ২০১৯, ০৮:৪৮
ফাইল ছবি

ভারতে দুই বছর কারাভোগের পর বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফিরেছে চার নারীসহ পাঁচ বাংলাদেশি। শনিবার সকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন- হবিগঞ্জের আলিমা খাতুন, খুলনার মিতা বেগম, হবিগঞ্জের হোসনে আরা, ছাব্বির মিয়া এবং আযম খান।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে আড়াই বছর আগে অবৈধপথে সীমান্ত পার হয়ে ভারতে গিয়েছিলেন পাঁচজন। সে সময় অনুপ্রবেশের অভিযোগে কলকাতা পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। সাজার মেয়াদ শেষে সেখানকার একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিয়ে নিজেদের হেফাজতে রাখে। পরে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে স্বদেশ প্রত্যাবাসন আইনে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে তুলে দেয় ইমিগ্রেশন পুলিশ। ফেরত আসা বাংলাদেশিদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাইটস যশোর নামে একটি মানবাধিকার সংস্থা তাদের হেফাজতে নিয়েছে। পরে ওই সংস্থার মাধ্যমে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে বলে ওসি জানান।

ঢাকাটাইমস/৬এপ্রিল/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :