গণবিশ্ববিদ্যালয়ে ‘বৈধ ভিসি’র দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা

গবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ এপ্রিল ২০১৯, ১৩:৪৮

‘বৈধ ভিসি’র দাবিতে আন্দোলনে নেমেছেন ঢাকার সাভারের গণবিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা। শনিবার সকাল সাড়ে ৮টায় বৃষ্টি উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হতে থাকেন তারা।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে আন্দোলনকারীদের সংখ্যা, সেই সঙ্গে বেগবান হতে থাকে আন্দোলন। সকাল ১০টার দিকে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে তালা লাগিয়ে দেন সাধারণ শিক্ষার্থীরা।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে ‘বৈধ ভিসি চাই’, ‘আর কোনো সময় নয়,বৈধ ভিসি চাই’ ‘কেন বৈধ ভিসি নাই, প্রশাসন জবাব চাই’ এমন স্লোগান দিতে থাকেন।

এসময় আন্দোলনকারীদের উদ্দেশ্যে বক্তব্য দেন- গণবিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক রনি আহম্মেদ। বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের হাতে যে হাইকোর্টের রায়ের কপি ধরিয়ে দিয়েছেন- তা আমাদের সমস্যার চূড়ান্ত সমাধান দিতে পারে না। কারণ ইউজিসি থেকে যদি আবার এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়, তাহলে আমাদের সমস্যা অনির্দিষ্টকালের জন্য ঝুলে থাকবে। আমরা বরাবরের মত আমাদের সমস্যার চূড়ান্ত সমাধান চাই। আমরা এই বির্তকিত ভিসিকে মানি না। জরুরিভিত্তিতে বৈধ ভিসি দেয়া হোক।’

আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি জুয়েল রানা বলেন, ‘এই বিতর্কিত উপাচার্যকে ট্রাস্টি বোর্ড তাদের নিজেদের স্বার্থেই ছাড়তে পারছে না। তা নাহলে দেশে এত যোগ্য মানুষ থাকতে কেন এই বিতর্কিত মানুষকেই ভিসি হিসেবে রাখার জন্য তারা পাঁয়তারা করছে। যদি তারা সাধারণ শিক্ষার্থীদের কথা ভাবত- তাহলে আগেই আমাদের বৈধ ভিসি আসত। যেহেতু তারা আমাদের কথা ভাবছে না, তাই আমরাও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে মানি না, আর এই ট্রাস্টি বোর্ডকেও মানি না।’

সাধারণ ছাত্র পরিষদের সমন্বয়ক শেখ রনি বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন চাই, আমরা আমাদের সনদের বৈধতা চাই। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যতদিন আমাদের দাবি মানা হবে না, ততদিন আমরা ক্লাস, পরীক্ষা কোনো কিছুতেই অংশগ্রহণ করব না। যদি পাঁচ বছর পরে বৈধ ভিসি আসে, তবে আমরাও পাঁচ বছর পরেই ক্লাসে ফিরব।’

(ঢাকাটাইমস/৬এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :